অবশেষে কানাডায় চেনা লিটন


, আপডেট করা হয়েছে : 02-08-2023

অবশেষে কানাডায় চেনা লিটন

গ্লোবাল টি-টোয়েন্টি খেলতে যাওয়ার আগেও আফগানিস্তানের বিপক্ষে সংক্ষিপ্ত সংস্করণে দুর্দান্ত ছন্দে ছিলেন লিটন দাস। তিন ম্যাচে করেছিলেন ১০৬ রান। কিন্তু কানাডার লিগে সেই ছন্দটা দেখা যায়নি। অবশেষে গতকাল সেই চিরচেনা লিটনকে দেখা গেছে। টুর্নামেন্টে নিজের প্রথম ফিফটিতে সারে জাগুয়ার্সকেও ৬ উইকেটের জয় এনে দিয়েছেন তিনি।


আগের ৪ ম্যাচে ৫৪ রান করা লিটন গতকাল সেই রান এক ইনিংসে টপকে গেলেন। ১২৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে সারে যখন বিপদে, ঠিক সেই সময়ই জ্বলে উঠল বাংলাদেশি উইকেটরক্ষকের ব্যাট। ২১ রানে ৩ উইকেট হারিয়ে বসায় টুর্নামেন্টে দ্বিতীয় পরাজয়ের শঙ্কা উঁকি দিচ্ছিল তাঁর দলকে। সেই শঙ্কা বাস্তবে পরিণত হতে দেননি ২৮ বছর বয়সী ব্যাটার।


দলের কঠিন সময়ে ঢাল হয়ে দাঁড়িয়ে সারেকে টানা তৃতীয় জয় এনে দিয়েছেন লিটন। তাঁর দুর্দান্ত ৫৯ রানের ইনিংসে ৬ উইকেটের জয় পায় সারে। সমান ৩টি করে চার-ছক্কায় ইনিংসটি সাজিয়েছেন তিনি। তবে দল যখন জয় থেকে ৯ রান দূরে তখন বাউন্ডারি মারতে গিয়ে ৪৫ বলের ইনিংসটি তাঁর থামে। জয় নিয়ে মাঠ ছাড়তে না পারলেও প্রথমবারের মতো ম্যাচ-সেরার পুরস্কারও পেয়েছেন লিটন। ম্যাচ-সেরার পুরস্কারটি আবার পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ক্লাইভ লয়েডের কাছ থেকে।


দলের ৬ উইকেটের জয়ে অবশ্য লিটনকে দারুণ সঙ্গ দিয়েছেন ইফতিখার আহমেদ। চতুর্থ উইকেটে ৯৯ রানের জুটি গড়েন দুজনে। বাংলাদেশি ব্যাটার আউট হলেও জয় নিয়ে মাঠ ছেড়েছেন অধিনায়ক ইফতিখার। ৪১ বলে ২ ছক্কা ও ১ চারে ৩৮ রানে অপরাজিত থাকেন তিনি। এর আগে বোলিংয়ে ৩ রানে ১ উইকেটও নিয়েছেন পাকিস্তানি অলরাউন্ডার।


এর আগে ব্রাম্পটন উলভসকে কম রানে আটকাতে দুর্দান্ত বোলিং করেছে সারের বোলাররা। দলের বোলাররা মিতব্যয়ী হয়ে নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে উলভসকে ১২৮ রানের বেশি করতে দেয়নি। ৫১ রানে ৪ উইকেট হারানো দলটা মাঝারি রানের সংগ্রহ পায় কলিন ডি গ্র্যান্ডহোমের কল্যাণে। নিউজিল্যান্ডের ব্যাটার পাঁচে নেমে ৩৪ বলে ৩৪ রানের সর্বোচ্চ ইনিংসটি না খেললে। ১৭ রানে ২ উইকেট নিয়ে সারের সেরা বোলার আমার খালিদ।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার