একটি শিশু একটি গাছ, শ্বাস নেবে বারো মাস।


, আপডেট করা হয়েছে : 02-08-2023

একটি শিশু একটি গাছ,  শ্বাস নেবে বারো মাস।

রোটার‌্যাক্ট ক্লাব অব অ্যাপ্রোচ রাজশাহীর উদ্যোগে ০১/০৮/২৩ রোজ মঙ্গলবার বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয় মোহাম্মদপুর কারিগরি মাদ্রাসা, রাজশাহীতে। এবারের বৃক্ষরোপণের স্লোগান ছিল একটি শিশু একটি গাছ,  শ্বাস নেবে বারো মাস।

উক্ত কর্মসূচিতে প্রোগ্রাম চেয়ার হিসেবে উপস্থিত ছিলেন রোটার‌্যাক্টর মোঃ মনিরুজ্জামান আনিস, কমিউনিটি সার্ভস ডিরেক্টর রোটার‌্যাক্ট ক্লাব অব অ্যাপ্রোচ রাজশাহী এই কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব মেট্রোপলিটন রাজশাহীর সম্মানিত হোপ প্রেসিডেন্ট রোটারিয়ান শরিফুল ইসলাম, ক্লাব অ্যাডভাইজার রোটারিয়ান এ জেড এম শফিকুর রহমান। উক্ত কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন রোটার‌্যাক্ট ক্লাব অব অ্যাপ্রোচ রাজশাহী এর বর্তমান প্রেসিডেন্ট রোটার‌্যাক্টর মোঃ আবুল কাসেম উজ্জ্বল ও ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট রোটার‌্যাক্টর তিতাস কুমার সরকার সহ আরো অনেকে। প্রথমে শিক্ষার্থীদের মাঝে বক্তব্য রাখেন রোটার‌্যাক্টরগন ও সম্মানিত রোটারিয়ান শরিফুল ইসলাম হোপ প্রেসিডেন্ট রোটারি ক্লাব অব মেট্রোপলিটন রাজশাহী। বক্তারা সবাই তাদের বক্তৃতায় গাছের উপকারিতা এবং রোটারি ও রোটার‌্যাক্ট সম্পর্কে আলোচনা করেন। পরিশেষে বৃক্ষ বিতরণ ও বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচিটির সমাপ্তি ঘোষনা করা হয়।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার