জামায়াতের রাজনৈতিক কর্মসূচিতে নিষেধাজ্ঞার বিষয়ে শুনানি ১০ আগস্ট


, আপডেট করা হয়েছে : 03-08-2023

জামায়াতের রাজনৈতিক কর্মসূচিতে নিষেধাজ্ঞার বিষয়ে শুনানি ১০ আগস্ট

জামায়াতের নিবন্ধনের বিষয়ে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দলটির রাজনৈতিক কর্মসূচি পালনের ওপর নিষেধাজ্ঞা চেয়ে করা আবেদনের শুনানি হবে আগামী ১০ আগস্ট।


আজ বৃহস্পতিবার ব্যারিস্টার তানিয়া আমীর ও অ্যাডভোকেট আহসানুল করিম আপিল বিভাগে বলেন, জামায়াতের রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ ও নেতাদের বিরুদ্ধে আমরা আদালত অবমাননার আবেদন করেছি। এর মধ্যে তারা ৪ আগস্ট সমাবেশের ঘোষণা দিয়েছে। তাই আবেদনটি দ্রুত শুনানি হওয়া দরকার। তখন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, আগামী বৃহস্পতিবার আবেদনটি কার্যতালিকায় থাকবে।


এর আগে গত ২৬ জুন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন নিয়ে চলা মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দলটির সব ধরনের রাজনৈতিক কর্মসূচি পালনের ওপর নিষেধাজ্ঞা চেয়ে আপিল বিভাগে আবেদন করা হয়।


এদিকে ওই মামলায় পক্ষভুক্ত হতে এরই মধ্যে আবেদন করেছেন দেশের ৪২ বিশিষ্ট নাগরিক।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার