নূরের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে যা বললেন আ স ম রব


, আপডেট করা হয়েছে : 04-08-2023

নূরের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে যা বললেন আ স ম রব

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের ওপর হামলা এবং তার বাসায় পুলিশি অভিযানের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।


বৃহস্পতিবার এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ক্ষমতাসীন গোষ্ঠী ভিন্নমত ও পথকে স্তব্ধ করার লক্ষ্যে নুরুল হক নুরের ওপর হামলা চালিয়েছে। একদিকে দলীয় ক্যাডার বাহিনী দিয়ে বিরোধী নেতাকর্মীদের ওপর নির্যাতন চালাচ্ছে, অন্যদিকে ধারাবাহিকভাবে মিথ্যা ও গায়েবি মামলা দিয়ে হাজার হাজার নেতাকর্মীকে গ্রেফতার করছে। সরকার দেশ থেকে আইনের শাসন নির্বাসনে দিয়ে মগের মুল্ল–ক কায়েম করেছে। দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে।


বিবৃতিতে তারা নুরের ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার