ইউক্রেনকে অবশ্যই মাইন সরাতে হবে, শর্ত দিলেন ল্যাভরভ


, আপডেট করা হয়েছে : 08-06-2022

ইউক্রেনকে অবশ্যই মাইন সরাতে হবে, শর্ত দিলেন ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, শস্য রপ্তানির বাধা দূর করার সব দায়ভার ইউক্রেনের ওপর। তারা যদি শস্য রপ্তানি করতে চায় তাহলে সাগরে রাখা মাইন সরাতে হবে। 

তুরস্কের প্রেসিডেন্ট মেভলুত কাভাসোগলোর সঙ্গে বুধবার আঙ্কারায় বৈঠক করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। 

তিনি জানিয়েছেন, রাশিয়ার পক্ষ থেকে কিছু করার প্রয়োজন হবে না কারণ তারা ইতিমধ্যেই প্রয়োজনীয় কথা দিয়েছে। 

এ ব্যাপারে ল্যাভরভ বলেন, আমরা প্রতিদিন বলছি, আমরা নিশ্চয়তা দিচ্ছি, নিরাপদে শস্যবাহী জাহাজ ইউক্রেনের বন্দর থেকে বের হবে এবং বসফরাস প্রণালীর দিকে যাবে। আমরা আমাদের তুরস্কের সহকর্মীদের সঙ্গে নিয়ে এটি করব। 

তিনি আরও বলেন, সমস্যা সমাধানে, একটি জিনিস প্রয়োজন সেটি হলো ইউক্রেনকে তাদের জাহাজ বন্দর থেকে বের হতে দিতে হবে, হয়ত মাইন সরিয়ে বা নিরাপদ করিডোর তৈরি করে। এর চেয়ে বেশি কিছু দরকার নেই।

ল্যাভরভ অভিযোগ করেন, প্রধান সমস্যা হলো ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি মাইন সরাতে অস্বীকৃতি জানিয়েছেন। 

তুরস্ক এ সমস্যা সমাধানে এগিয়ে আসায় তিনি তাদের ধন্যবাদ জানান। 


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার