হরিপুরে ইনটেক বোতলসহ, খোলা ফেনসিডিল বোতলজাত করার সরঞ্জাম উদ্ধার ।


, আপডেট করা হয়েছে : 07-08-2023

হরিপুরে ইনটেক বোতলসহ, খোলা ফেনসিডিল বোতলজাত করার সরঞ্জাম উদ্ধার ।

ঠাকুরগাঁওয়ের হরিপুরে একটি ফেন্সিডিল বোতলজাতকারী কারখানায় অভিযান চালিয়েছে হরিপুর থানা পুলিশ।

এজাহার সুত্রে জানা যায় যে, সোমবার ( ৭ আগষ্ট) রাত আনুমানিক  ১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে এস আই রাকিবুল ইসলামের নেতৃত্বে এস আই রাশেদুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ উপজেলার গেদুড়া ইউনিয়নের সীমান্তবর্তী পাঁচঘড়িয়া মুন্সিপাড়া গ্রামে এক ফেন্সিডিল বোতলজাতকারী কারখানায় অভিযান চালিয়ে ২৩ বোতল ইনটেক ফেন্সিডিল,২৫টি খালি বোতল,২৫টি কর্ক ও কর্ক লাগানোর একটি চিরনী এবং সাদা জারকিনে ১২৫০ মিলি লিটার ফেন্সিডিল উদ্ধার করেছে থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ফেন্সিডিল বোতলজাত কারখানার মালিক বসির উদ্দিন পালিয়ে যায়।

পালাতক বসির উদ্দিন উপজেলার গেদুড়া ইউনিয়নের পাঁচঘড়িয়া মুন্সিপাড়া গ্রামের মৃত লাল মোহাম্মদ এর ছেলে

হরিপুর থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানান, এই বিষয়ে হরিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং আসামিকে ধরার জন্য জোর প্রচেষ্টা চলছে।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার