নাটোরে ট্রেনে কেটে যুবক নি’হ’ত


, আপডেট করা হয়েছে : 09-08-2023

নাটোরে ট্রেনে কেটে যুবক নি’হ’ত

 নাটোর : নাটোরে ট্রেনে কাটা পড়ে মাহাবুব হোসেন (১৮) নামে যুবকের এক মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলার কালিকাপুর আমহাটি এলাকায় নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে সে।


নিহত মাহাবুব হোসেন নাটোরের নলডাঙ্গা উপজেলার মীর্জাপুর তেঘর গ্রামের মজিবর রহমানের ছেলে। এলাকাবাসী জানায়, গত আট মাস আগে তার বিয়ে হয়েছে।


স্থানীয়রা জানান, মাহাবুর হোসেন নামের ওই যুবক রেল লাইনের ওপর মোবাইল ফোনে কথা বলছিল আর এদিক ওদিক হাঁটাহাঁটি করছিল। এ সময় ঢাকা থেকে রংপুরগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে। পরে ঘটনাটি স্থানীয়রা স্টেশন মাস্টার সহ পুলিশকে জানায়।


নাটোর রেলওয়ে স্টেশনের (ভারপ্রাপ্ত) স্টেশন মাস্টার অশোক চক্রবর্ত্তি বলেন, বিষয়টি সান্তাহার জিআরপি পুলিশকে জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে পৌছে আইনগত ব্যাবস্থা গ্রহণ করবেন।


সান্তাহার রেলওয়ে থানার ওসি মুক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,খবর পাওয়ার পর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার