রাঙ্গামাটির বাঘাইছড়ি ও সাজেক সড়কে যানচলাচল দুই দিন বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার সকাল থেকে চলাচল স্বাভাবিক হয়েছে। আটকা পড়া তিন শতাধিক পর্যটক ফিরতে শুরু করেছে।
আজ বৃহস্পতিবার সকালে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।
রুমানা আক্তার বলেন, সড়কের মাটি সরিয়ে পরিষ্কার ও বন্যার পানি নেমে যাওয়ায় এখন সড়ক যোগাযোগ স্বাভাবিক রয়েছে।
এদিকে, ঘর বাড়ি থেকে বন্যার পানি নেমে যাওয়ায় আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ।