কক্সবাজারে শিশু-নারীসহ ৩৪ রোহিঙ্গা উদ্ধার, গ্রেপ্তার ২ পাচারকারী


, আপডেট করা হয়েছে : 14-08-2023

কক্সবাজারে শিশু-নারীসহ ৩৪ রোহিঙ্গা উদ্ধার, গ্রেপ্তার ২ পাচারকারী

 কক্সবাজারে শিশু-নারীসহ ৩৪ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। এসময় ২ পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাতে কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।


কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, উদ্ধারকৃতদের মধ্যে ১৬ শিশু, ১০ নারী ও ৮ পুরুষ রয়েছেন। শিশুদের বয়স ১ থেকে ৫ বছরের মধ্যে। তারা উখিয়া ও টেকনাফের ক্যাম্পের বাসিন্দা।


ওসি আরও বলেন, রোববার রাতে সংঘবদ্ধ চক্র পাচারের উদ্দেশ্যে কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় রোহিঙ্গাদের জড়ো করছিল। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছলে ৩-৪ জন দৌড়ে পালানোর চেষ্টা করে। সে সময় ধাওয়া দিয়ে জোবায়ের ও জয়নাল নামের ২ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।


সংঘবদ্ধ পাচারকারীরা ক্যাম্প থেকে রোহিঙ্গাদের বিভিন্ন যানবাহনে করে কক্সবাজার শহরে এনেছিলেন বলে জানান তিনি।


 


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার