প্রথম সুপার কাপ জয়ের সুযোগ ম্যানসিটির


, আপডেট করা হয়েছে : 16-08-2023

প্রথম সুপার কাপ জয়ের সুযোগ ম্যানসিটির

উয়েফা সুপার কাপ দিয়েই শুরু হয়ে থাকে ইউরোপীয় ক্লাব ফুটবলের নতুন মৌসুম। ইউরোপা লিগ চ্যাম্পিয়ন সেভিয়ার সঙ্গে মুখোমুখি লড়াইয়ে অবশ্য একচেটিয়া আধিপত্য চ্যাম্পিয়নস লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির। ইউরোপীয় ক্লাব ফুটবলে দুই দলের চারবারের সাক্ষাতে চারবারই জিতেছে সিটি।


তবে গত মার্চে নতুন কোচ হিসেবে হোসে লুই মেন্দিলিবারকে পাওয়ার পর যেন নতুন করে জেগে উঠেছে সেভিয়া। রেকর্ড সপ্তমবারের মতো ইউরোপা লিগ জেতার পথে কোয়ার্টার ফাইনালে তারা হারিয়েছে সিটিরই নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডকে। সিটির এটিই প্রথম সুপার কাপ। আর সেভিয়ার সপ্তম। তবে ২০০৬ সালে নিজেদের অভিষেক সুপার কাপে বার্সাকে ৩-০ গোলে হারানোর পর সুপার কাপে পরাজয়ের বৃত্তেই ঘুরপাক সেভিয়ার। 


কোচের কথা


‘এই ট্রফি জেতাটা আমাদের জন্য হবে বড় স্বস্তির। কিন্তু এই ট্রফি যারা জেতে, তারা হারিয়ে যায়। আমাদের ক্ষেত্রে সেটা হতে দেওয়া যাবে না।’— পেপ গার্দিওলা, কোচ, ম্যান সিটি


‘আমি এখানে আসতে পেরে খুশি, খুশি দলের হয়ে জিততে পেরে। খুব কষ্ট করেই এখানে আসতে হয়েছে আমাদের। আমরা এমন ভালো কিছু করেছি, যা ক্লাবের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে।’—হোসে লুই মেন্দিলিবার, কোচ, সেভিয়া



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার