মোহনপুরে বোষ্টার ডোজ গ্রহণের সচেতনতা মূলক মাইকিং


, আপডেট করা হয়েছে : 09-06-2022

মোহনপুরে বোষ্টার ডোজ গ্রহণের সচেতনতা মূলক মাইকিং

রাজশাহী মোহনপুর বোষ্টার ডোজ গ্রহনের জন্য সচেতনতা মূলক

মাইকিং দি-হাঙ্গার প্রজেক্ট বাস্তবায়নে ইউনিসেফ এর সহযোগীতায়

ছয়টি

ইউনিয়ন,ধুরইল,ঘাসিগ্রাম,রায়ঘাটি,মৌগাছি,বাকশিমইল,জাহান

াবাদ, ও কেশরহাট পৌরসভায় করোনা ভাইরাস প্রতিরোধে বোষ্টার ডোজ

সপ্তাহ উদযাপন উপলেেক্ষ জনসাধারন কে উদ্বুদ্ধ করার লক্ষ্যে প্রচারোভিযান

মাইকিং হচ্ছে। যেন জনসাধারণ করোনা বোষ্টার ডোজ গ্রহন

করেন,প্রতিদিন একটি ইউনিয়নে প্রতিটি গ্রামে সারাদিন ব্যাপি

প্রচারোভিযান কার্যক্রম চলছে যা ৫ জন শুরু হয়ে ১১ জুন পর্যন্ত চলমান

থাকবে।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার