যুক্তরাষ্ট্রের বার্কলি কলেজ অব মিউজিক-এ গান নিয়ে পড়েছেন সঞ্জীতা ভট্টাচার্য। এরপর আসেন অভিনয়ে, ‘ফিলস লাইক ইশক’ ও ‘দ্য ব্রোকেন নিউজ’-এর ছোট কিছু চরিত্রের পর এ বার বড় পর্দায় পা রাখছেন সঞ্জীতা। বড় পর্দায় তাঁর আত্মপ্রকাশও হচ্ছে বেশ বড়সড় ভাবেই। শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে চলেছে তাঁর।
শাহরুখের সঙ্গে পর্দায় কাজ করা নিয়ে বেশ উচ্ছ্বাসিত গায়িকা ও অভিনেত্রী সঞ্জীতা ভট্টাচার্য। সম্প্রতি পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে, ‘জওয়ান’ সিনেমায় কাজের অভিজ্ঞতা ও নিজের ব্যক্তিজীবন নিয়ে কথা বলেছেন সঞ্জীতা সেখানে তিনি জানিয়েছেন জন্মসূত্রে তাঁর বেড়ে ওঠা দিল্লিতে। তবে তাঁর বাবা কলকাতার এবং মা ময়মনসিংহের। এ ছাড়াও তিনি জানিয়েছেন প্রবাসে থাকলেও বাংলা ভাষার চর্চা তিনি পরিবার থেকে ছোট থেকেই পেয়েছেন।
এ বিষয়ে সঞ্জীতা বলেন, ‘আমার বেশ কিছু বন্ধু আছে যারা বাঙালি কিন্তু এক ফোঁটা বাংলা বলতে পারে না। আমি আসলে প্রবাসী বাঙালি ঠিকই। তবে আমার বাবা কলকাতার, আর মা ময়মনসিংহের। তাই বাঙাল-ঘটি মিলিয়ে বাংলার চলটাই আমাদের বাড়িতে বেশি।’