মাথা গোঁজার ঠাঁই পেতে দিশেহারা তিস্তাপাড়ের মানুষ


, আপডেট করা হয়েছে : 27-08-2023

মাথা গোঁজার ঠাঁই পেতে দিশেহারা তিস্তাপাড়ের মানুষ

ভারি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে প্রবল স্রোতে কুড়িগ্রামে তিস্তা নদীর পাড় ভাঙার পাশাপাশি বন্যা নিয়ন্ত্রণ বাঁধও ভেঙেছে বলে জানিয়েছে কুড়িগ্রাম জেলা পানি উন্নয়ন বোর্ড।


বোর্ডের জেলার নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানান, বাঁধের ৩০ মিটার স্পার ভেঙেছে। এ ছাড়া রোববার সকালে কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ৩৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত শনিবার বিকালে যা ৪৭ সেন্টিমিটার ওপর দিয়ে বইছিল।


পানি কিছুটা কমলেও কুড়িগ্রামে তিস্তার পাড় ও বাঁধে ভাঙনের ফলে অর্ধশতাধিক বাড়িঘর নদীগর্ভে চলে যাওয়ার খবর পাওয়া গেছে।


স্থানীয়রা জানান, ভাঙনের মুখে রয়েছে দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি বাজার। পাশাপাশি গত দুদিনের বন্যায় প্রায় পাঁচ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। 


জেলার রাজারহাট উপজেলার বুড়িরহাট এলাকায় দেড় কিলোমিটার এলাকাজুড়ে চলছে নদীভাঙন। খিতাব খাঁ এলাকায় প্রায় ৫০টি পরিবার ভাঙনে বিলীন হয়ে গেছে। অনেকের নেই মাথা গোঁজার ঠাঁই।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার