বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টেই জয় চায় উইন্ডিজ


, আপডেট করা হয়েছে : 09-06-2022

বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টেই জয় চায় উইন্ডিজ

বাংলাদেশের বিপক্ষে সিরিজের দুই টেস্টেই জয় চায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় পয়েন্ট অর্জন করাই স্বাগতিকদের লক্ষ্য।

ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাচক ডেসমন্ড হেইন্স সরাসরিই জানিয়ে দিলেন, ঘরের মাঠে খেলার সুবিধা কাজে লাগিয়ে দুটি টেস্টই জিততে চান তারা।

ক্যারিবীয় কিংবদন্তি ওপেনার হেইন্স বলেন, বাংলাদেশের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট অর্জন করতে চাই আমরা, যা হবে খুব গুরুত্বপূর্ণ। আমাদের জন্য দারুণ হবে যদি আমরা ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে দুটি টেস্টই জিততে পারি এবং ওই পয়েন্টগুলো পেতে পারি।

টেস্ট চ্যাম্পিয়নশিপে এবারের চক্রে ৭ ম্যাচে ২ জয় নিয়ে শতকরা পয়েন্টের হিসাবে এখন ছয় নম্বরে আছে ওয়েস্ট ইন্ডিজ। ৮ ম্যাচে স্রেফ একটি জয় নিয়ে বাংলাদেশ আছে তলানিতে। 

টেস্ট ক্রিকেট পরিসংখ্যানে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। অতীতে দুই দল ১৮ টেস্টে মুখোমুখি হয়।  তার মধ্যে ক্যারিবীয়রা জয় পায় ১২টিতে। আর বাংলাদেশ জয় পায় মাত্র ৪ টেস্টে। দুটি টেস্ট ড্রয়ে মীমাংসা হয়। 

আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে এই দুই দলের প্রথম টেস্ট।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার