বিমান বিধ্বস্তে প্রিগোঝিন নিহত, ডিএনএ পরীক্ষা করে জানাল রাশিয়া


, আপডেট করা হয়েছে : 27-08-2023

বিমান বিধ্বস্তে প্রিগোঝিন নিহত, ডিএনএ পরীক্ষা করে জানাল রাশিয়া

গত ২৩ আগস্ট রাশিয়ায় ১০ জন আরোহী নিয়ে বিধ্বস্ত হয় একটি বিমান। যাত্রীদের সকলেই নিহত হন। সেই বিমানে যাত্রী তালিকায় ছিল রুশ ভাড়াটে যোদ্ধার দল ভাগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোঝিনের নাম। এবার সেদিনের নিহতদের ডিএনএ পরীক্ষা করে সকলের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। 


ডিএনএ পরীক্ষা করে রাশিয়ার তদন্ত কমিটি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, সেদিনের সেই বিধ্বস্ত হওয়া বিমানে প্রিগোঝিন ছিলেন এবং তিনি নিহত হয়েছেন। 


আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। 


রুশ তদন্ত কমিটি বলছে, ফ্লাইটের যাত্রী তালিকার সঙ্গে নিহতদের ডিএনএ পরীক্ষার রিপোর্ট মিলিয়ে ১০ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। 


বিবিসির প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে ভাগনারের আরও কয়েকজন যোদ্ধা ছিলেন। যারা ইউক্রেন, সিরিয়া এবং আফ্রিকার কিছু দেশে সামরিক অভিযানে ছিলেন। 


মস্কোর উত্তরে বিধ্বস্ত হওয়া জেট বিমানের আরোহীদের মধ্যে সাতজন যাত্রী ও তিনজন ক্রু ছিলেন।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার