শিবগঞ্জে বীরমুক্তিযোদ্ধা মুখলেশের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন


, আপডেট করা হয়েছে : 30-08-2023

শিবগঞ্জে বীরমুক্তিযোদ্ধা মুখলেশের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শামপুর ইউনিয়নের কয়লাদিয়াড় গ্রামের বীরমুক্তিযোদ্ধা মুখলেশ উদ্দীন ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।


মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে কয়লার দিয়াড় এলাকায় মরহুমের নামাযে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় কয়লার দিয়াড় পারিবারিক গোরস্থান তার মরদেহ দাফন করা হয়।


এর আগে দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান।


জানাযায় অংশ নেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত, শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ, বীরমুক্তিযোদ্ধা আবদুল মান্নান ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মাহবুবুর রহমান মিজানসহ স্থানীয় বীরমুক্তিযোদ্ধা এবং মুসল্লিরা।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার