মহানবীকে কটূক্তির প্রতিবাদে বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ


, আপডেট করা হয়েছে : 10-06-2022

মহানবীকে কটূক্তির প্রতিবাদে বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ

ভারতে মহানবী হজরত মুহাম্মদ (স)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। 

এতে দলটির বিপুল সংখ্যক নেতাকর্মী ও মুসল্লি অংশ নেন।

এ কর্মসূচি কেন্দ্র করে বায়তুল মোকাররম ও পল্টন এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে।
 
মতিঝিল বিভাগের উপকমিশনার ডিসি মো. আ. আহাদ বলেন, আজকের কর্মসূচি কেন্দ্র করে কোনো ধরনের অনুমতি নেয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে এ ধরনের বিক্ষোভ মিছিলের নামে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, কেউ যেন কোনো বিশৃঙ্খলা করতে না পারে, সে জন্য পুলিশ সতর্কাবস্থায় ছিল। 

বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি ছিলেন দলের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম চরমোনাই। সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর সভাপতি হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ। বিশেষ অতিথি ছিলেন দলের মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ ও দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম। 


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার