দক্ষিণ আফ্রিকায় ভবনে ভয়াবহ আগুন, নিহত ৫২


, আপডেট করা হয়েছে : 31-08-2023

দক্ষিণ আফ্রিকায় ভবনে ভয়াবহ আগুন, নিহত ৫২

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ৫২ জনের লাশ উদ্ধার করার খবর পাওয়া গেছে। আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৪০ জনের বেশি। 


বৃহস্পতিবার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির ইমার্জেন্সি সার্ভিসের মুখপাত্র রবার্ট মুলাউদজি। খবর আলজাজিরার


তিনি বলেন, স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে আগুন লেগে আরও ৪৩ জন আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।



মুলাউদজি বলেন, ভবনে অনুসন্ধান ও পুনরুদ্ধার অভিযান চলছে এবং অগ্নিনির্বাপক কর্মীরা ভবনের মধ্যে প্রবেশ করার চেষ্টা করছে। দলটি এ পর্যন্ত ৫২ জনের লাশ উদ্ধার করেছে। আরও লোক ভেতরে আটকা পড়ে থাকতে পারে।


তিনি বলেন, নিহতদের মধ্যে একজন শিশু রয়েছে।


কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে। তবে শহরের কেন্দ্রস্থলে কালো হয়ে যাওয়া ভবনের জানালা থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে। কিছু মানুষ জানালার বাইরে চাদর এবং অন্যান্য সামগ্রীর স্ট্রিংগুলিও ঝুলছে। 


প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভবনটিতে ২০০ জনের মতো মানুষ থাকতে পারে।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার