টিপুকে হত্যার কথা স্বীকার করেছেন মুসা, দাবি পুলিশের


, আপডেট করা হয়েছে : 10-06-2022

টিপুকে হত্যার কথা স্বীকার করেছেন মুসা, দাবি পুলিশের

ওমান থেকে দেশে ফিরিয়ে আনা সুমন শিকদার মুসা মতিঝিলের সাবেক আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু হত্যা পরিকল্পনায় জড়িত থাকার কথা ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন’ বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা মহানগর ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। 

তিনি বলেন, প্রাথমিকভাবে মুসা এই হতাকাণ্ডের পরিকল্পনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাকে আজ আদালতে হাজির করে ১৫ দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চাওয়া হবে।

এক প্রশ্নের জবাবে গোয়েন্দা কর্মকর্তা হাফিজ বলেন, এই হত্যাকাণ্ডে মুসা ছাড়াও আর ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা কারাগারে রয়েছেন।

তাদের রিমান্ডে এনে আলাদা আলাদা জিজ্ঞাসা করে আরও তথ্য চাওয়া হবে। তখনই নিশ্চিত হওয়া যাবে এই হত্যাকাণ্ডটি কার নির্দেশে হয়েছে এবং আর কারা জড়িত।
টিপু হত্যার অন্যতম সন্দেহভাজন মুসা ওমানে ইন্টারপোলের হাতে গ্রেফতার হলে বৃহস্পতিবার তাকে দেশে ফিরিয়ে আনে পুলিশ। 

গ্রেফতার সুমন সিকদার মুসার নামে ঢাকা মহানগরের পল্লবী, মতিঝিলসহ বিভিন্ন থানায় হত্যা মামলাসহ ১২/১৩ টি মামলা রয়েছে।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার