পরমাণু হামলার মহড়া চালিয়ে যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়াকে হুমকি দিল উত্তর কোরিয়া


, আপডেট করা হয়েছে : 03-09-2023

পরমাণু হামলার মহড়া চালিয়ে যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়াকে হুমকি দিল উত্তর কোরিয়া

কৌশলগত পারমাণবিক অস্ত্র দিয়ে আক্রমণের মহড়া চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটি জানিয়েছে, শত্রুদের হুমকি দিতেই পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে তারা। আজ রোববার সকালের দিকে দেশটি এই পরীক্ষা চালায়। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম কেসিএনএ-এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। 


কেসিএনএ-এর প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়া মূলত শত্রুদের হুমকি দিতেই পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। বিশেষ করে, যদি কখনো যুক্তরাষ্ট্র কিংবা দক্ষিণ কোরিয়ার সঙ্গে পারমাণবিক যুদ্ধ বেধে যায় সে ক্ষেত্রে সামরিকভাবে নিজেদের সক্ষমতা এগিয়ে রাখতেই এই মহড়া। 

 

ক্ষেপণাস্ত্র দুটি কোরীয় উপদ্বীপের পশ্চিম উপকূল থেকে উৎক্ষেপণ করা হয়। পরে সেগুলো উপকূল থেকে দেড় হাজার কিলোমিটার পাড়ি দিয়ে পশ্চিম সাগরের দেড় শ ফুট ওপরে নির্ধারণ করা লক্ষ্যবস্তুতে আঘাত হানে। বিগত কয়েক সপ্তাহের মধ্যে এ নিয়ে বেশ কয়েক দফা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া। এর আগে, গত মাসে দেশটি একটি স্পাই স্যাটেলাইট উৎক্ষেপণে ব্যর্থ হয়। 



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার