ভ্রমণশরতেও সুন্দর রিং তাং ঝরনা


, আপডেট করা হয়েছে : 03-09-2023

ভ্রমণশরতেও সুন্দর রিং তাং ঝরনা

প্রায় এক শ ফুট ওপর থেকে নিচে আছড়ে পড়ছে ঝরনার জল। আধা কিলোমিটার দূর থেকেও পর্যটকেরা শুনতে পান ঝরনার পানির প্রবাহের শব্দ। স্বাভাবিকভাবেই বর্ষাকালে রূপের ডালি মেলে দেয় এ ঝরনা। তবে বর্ষা পেরিয়ে শরতেও অটুট থাকে তার সৌন্দর্য।


রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দেবতাছড়ি দক্ষিণ পাড়ায় আশ্চর্য সুন্দর এই ঝরনার অবস্থান, নাম রিং তাং।


ঝিরিঝিরি শব্দে ওপর থেকে অবিরাম ধারায় পানি পড়ছে। আশপাশের সবুজ বনানী এবং পাখির কলতান আপনার জন্য বাড়তি পাওয়া। পাশের খাড়া পাহাড় এবং ঝরনা থেকে নেমে আসা জলধারা মৃদু শব্দে বয়ে চলেছে দেবতাছড়ি ছড়া ধরে।


দেবতাছড়ি পাড়ার কারবারি রাজ চন্দ্র তনচংগ্যা জানান, মারমা ভাষায় রি শব্দের অর্থ হলো পানি এবং তাং শব্দের অর্থ হলো তোলা বা ওঠানো। অনেক বছর আগে এই ঝরনার পাশে একটা মারমা পাড়া ছিল। সেখানকার মারমারা এই ঝরনা থেকে পানি তুলতেন বলে ঝরনাটি রি তাং নাম পায়।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার