হাজী দানেশের মামলায় ঢাকা হাইকোর্ট থেকে জামিন নেওয়ার পরও আজ দিনাজপুর নিম্ন আদালতে জামিন না মঞ্জুর ।।


, আপডেট করা হয়েছে : 10-09-2023

হাজী দানেশের মামলায় ঢাকা হাইকোর্ট থেকে জামিন নেওয়ার পরও  আজ দিনাজপুর নিম্ন আদালতে  জামিন না মঞ্জুর ।।

হাজী দানেশের মামলায় বাদশা চেয়ারম্যান ঢাকা হাইকোর্ট থেকে জামিন নেওয়ার পর ১০ সে‌প্টেম্বর আজ দিনাজপুর নিম্ন আদালতে  জামিন নিতে গেলে, মাননীয় আদালত  জামিন না মঞ্জুর করেন ।


দিনাজপুর সদর উপজেলার ১ নং চেহেলগাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান বাদশা আনুমানিক ২০ বছর জনসাধারণের ভালোবাসায় চেয়ারম্যান হয়ে আসছেন হাজী দানেশ এর মামলায় ঢাকা হাইকোর্ট থেকে জামিন নেওয়া থাকলেও আজ দিনাজপুর নিম্ন কোর্ট আদালতে জামিন নিতে গেলে .কোট তার জামিন বাতিল করে.জামিন না মঞ্জুর করেছেন বিষয়টি নিশ্চিত করেছেন নিম্ন আদালতের এক জন কর্মকর্তা। 

এদিকে দিনাজপুর জেলার সদর উপজেলা পৌরসভা,সহ ১০ টি ইউনিয়নের, ও চেহেল গাজী ইউনিয়নে বাসিন্দাসহ অনেকে বলেন যে, চেয়ারম্যান আনিসুর রহমান বাদশা মিয়া দিনাজপুর জেলা বিএনপির নির্বাচিত জনপ্রিয় সাংগঠনিক সম্পাদক,সদর উপজেলা বিএনপির  সাংগঠনিক সম্পাদক, তিনি ঢাকা উচ্চ আদালতের মাধ্যমে জামিনে ছিলেন আজ দিনাজপুর নিম্ন আদালতে জামিন নিতে গেলে নিম্ন কোট তার জামিন না মঞ্জুর করে  দিনাজপুর জেলা কারাগারাগারে প্রেরন করেছেন।


দিনাজপুর জেলা বিএনপির সংগ্রামী সভাপতি এ‌্যাড মোফাজ্জল হোসেন দুলাল ও দিনাজপুর জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক  বখতিয়ার আহমেদ কচি,দিনাজপুর সদর উপজেলার কৃষক দলের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সবুজসহ বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আনিসুর রহমান বাদশার জামিন বাতিল করে জেলে প্রেরন করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং অবিলম্বে আনিসুর রহমান বাদশার মুক্তির দাবি জানিয়েছেন !


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার