আত্মহত্যা প্রতিরোধে রাবি তরুণ লেখক ফোরামের ওয়েবমিনার


, আপডেট করা হয়েছে : 11-09-2023

আত্মহত্যা প্রতিরোধে রাবি তরুণ লেখক ফোরামের ওয়েবমিনার

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম (বিটিসিএলএফ) রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার উদ্যোগে ‘আত্মহত্যা নয়, হোক আত্মজাগরণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে অনলাইনে ওয়েবমিনারের আয়োজন করা হয়েছে। 

ওয়েবমিনারে আলোচকের বক্তব্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের সভাপতি ড. শরিফুল ইসলাম বলেন, টিনএজারদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশি, কারণ তারা মনের কথা সবাইকে বলতে চায় না। নিজের অনুভূতি, দুঃখ সবকিছু কারো সাথে শেয়ার করতে চায় না, নিজের মধ্যেই রেখে দিতে চায়। এক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করতে হবে বাবা মাকেই। এছাড়াও প্রতিবেশী আত্মীয়স্বজনকেও যত্নবান হতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. মো. জাহাঙ্গীর আলম সাউদ বলেন, এখন পর্যন্ত দেখা গেছে মেস গুলোতে এই ঘটনা বেশি ঘটছে। কারণ মেসে নিঃসঙ্গতার জায়গা রয়েছে বিশ্ববিদ্যালয়ে নিজ বিভাগের বন্ধু–বান্ধবদের নিজদের মধ্যে যোগাযোগ রাখতে হবে, এতে একে-অপরের সমস্যা জানতে পারবে, সঙ্গ দিবে। এতে করে তার যে অবসাদ সেটা কেটে যাবে। এ বিষয়ে বিভাগের শিক্ষককেও কিংবা সরাসরি বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও জানানো যেতে পারে বলে উল্লেখ করেন তিনি।

ওয়েবমিনারের সঞ্চালনায় ছিলেন শাখার সাধারণ সম্পাদক মেহেদী সজীব।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার