রাজশাহীতে নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা বৃদ্ধিকরণ কর্মসূচির ফলাফল অবহিতকরণ বিষয়ক সভা


, আপডেট করা হয়েছে : 11-09-2023

রাজশাহীতে নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা বৃদ্ধিকরণ কর্মসূচির ফলাফল অবহিতকরণ বিষয়ক সভা

রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে ইউনাইটেড স্টেটস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (ইউএসসিডিসি) ও সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের সহযোগিতায় ‘বাংলাদেশের নগর জনস্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্প’ এর আওতায় রাজশাহী মহানগরীর পথ খাবার বিক্রেতাদের নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা বৃদ্ধিকরণ কর্মসূচির ফলাফল অবহিতকরণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার দুপুরে নগরভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম।


সভায় রাজশাহী সিটি কর্পোরেশনের পাবলিক হেলথ ইপিডেমিলজিস্ট ডাঃ তামান্না বাসার প্রকল্পের সার্বিক অগ্রগতি প্রতিবেদন পেশ করেন।

সভায় জানানো হয়, সেভ দ্যা চিলড্রেন এর প্রকল্পের আওতায় নগরীর ৫,১২,১৩,২০ ও ২৫নং ওয়ার্ডে পথ খাবার বিক্রেতাদের নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা বৃদ্ধিকরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে মাইকিং লিফলেট, পোস্টার, ব্যানার, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালানো হয়। ৯৪৪ জন পথ খাবার বিক্রেতাকে নিরাপদ খাদ্য পরিবেশনে স্বাস্থ্যসম্মতভাবে হাত ধোয়া পদ্ধতিসহ বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রমে সম্পৃক্ত করা হয়। এর ফলে ডায়রিয়াসহ বিভিন্ন রোগ প্রতিরোধ করা সম্ভব হবে। নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা বৃদ্ধিকরণে সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করার আহবান জানানো হয়।


সভায় রাসিকের ভ্যাটেরিনারী সার্জন ডাঃ ফরহাদ উদ্দীন, সিটি হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ তারিকুল ইসলাম বনি, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আমেনা ফেরদৌস, জন্ম-মৃত্যু নিবন্ধন কর্মকর্তা নাজমা খাতুন, স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা দুলাল হোসেন, ফুড এন্ড স্যানিটেশন কর্মকর্তা শেখ আরিফুল হক, রাসিকের স্যানিটারী ইন্সপেক্টরগণ উপস্থিত ছিলেন।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার