মিচেল-ব্লান্ডেলের রেকর্ডে নিউজিল্যান্ডের রানের পাহাড়


, আপডেট করা হয়েছে : 11-06-2022

মিচেল-ব্লান্ডেলের রেকর্ডে নিউজিল্যান্ডের রানের পাহাড়

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে বড় সংগ্রহের পথে এগুচ্ছে নিউজিল্যান্ড। 

নটিংহ্যামশায়ারের ট্রেন্ট ব্রিজে হচ্ছে দুই দলের এ লড়াইটি।

ম্যাচটির দ্বিতীয় দিন চা বিরতির আগে ৫ উইকেট হারিয়ে ৪৮১ রান তুলেছে কিউইরা। 

এ ম্যাচটিতে পঞ্চম উইকেটের পার্টনারশিপে  ডারিল মিচেল এবং টম ব্লান্ডেল মিলে ২৩৫ রান করেন। যা নিউজিল্যান্ডের টেস্ট ক্রিকেটের ইতিহাসে পঞ্চম উইকেটে সর্বোচ্চ রানের পার্টনারশিপ।

এর আগে পঞ্চম উইকেটে নিউজিল্যান্ডে সর্বোচ্চ পার্টনারশিপ  ছিল ২২২ রানের। ২০০০ সালে ওয়েলিংটনে জিম্বাবুয়ের বিপক্ষে এ পার্টনারশিপ গড়েছিলেন ক্রেগ ম্যাকমিলান এবং নাথান জন অ্যাসেল। 

ম্যাচটিতে এখনো অপরাজিত আছেন ডারিল মিচেল। তিনি চা বিরতির আগে ২৬৮ বল খেলে ১৬২ রান করেন।

সিরিজের প্রথম ম্যাচেও সেঞ্চুরি হাঁকিয়েছিলেন মিচেল। এর মাধ্যমে ব্যাক টু ব্যাক সেঞ্চুরির দেখা পেলেন তিনি।

অন্যদিকে টম ব্লান্ডেল ১৯৮ বল খেলে ১০৬ রান করে আউট হন। 

এর আগে ম্যাচের প্রথমদিন ৪ উইকেট হারিয়ে ৩১৮ রান করে নিউজিল্যান্ড। প্রথমদিন ব্লান্ডেল ৬৮ এবং মিচেল ৮১ রানে অপরাজিত ছিলেন। 

ইংলিশদের বিপক্ষে প্রথম ইনিংসে ৪৪১ করার পরই ট্রেন্ট ব্রিজে নিজেদের ইতিহাসে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রান করার নতুন রেকর্ড গড়ে ফেলে নিউজিল্যান্ড। 

এর আগে ১৯৭৩ সালে এ ইংলিশদের বিপক্ষেই ৪৪০ রান করতে সমর্থ হয়েছিল কিউইরা। 


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার