মুজিবনগর সরকারের কোন দিকটি ভালো লাগে


, আপডেট করা হয়েছে : 17-09-2023

মুজিবনগর সরকারের কোন দিকটি ভালো লাগে

বেলায়েত হোসেন ইমরোজ শিক্ষা ক্যাডার (দর্শন), ৪১তম বিসিএস (সুপারিশপ্রাপ্ত)।ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বেলায়েত হোসেন ইমরোজ। তিনি ৪১তম বিসিএস শিক্ষা ক্যাডারে (দর্শন) মেধাক্রমে দ্বিতীয় স্থান অর্জন করেছেন। তাঁর ভাইভা অভিজ্ঞতা শুনেছেন এম এম মুজাহিদ উদ্দীন।


ভাইভা হয়েছিল ১৫ মার্চ ২০২৩ তারিখ। বোথ ক্যাডারে ভাইভা দিয়েছিলাম। ভাইভা বোর্ডে প্রায় ১৪-১৫ মিনিটের মতো ছিলাম। ক্যাডার পছন্দক্রম ছিল যথাক্রমে প্রশাসন, পুলিশ, ট্যাক্স, কাস্টমস, বাণিজ্য, খাদ্য, তথ্য...শিক্ষা। ভাইভা বোর্ডে প্রবেশের আগে অপেক্ষার সময়টুকু সহজ নয়। কিন্তু আমি মোটেও উদ্বিগ্নতা অনুভব করিনি। কারণ, আমি সব সময় বিশ্বাস করি আমার হারানোর কিছু নেই। জীবনে এত দূর আসতে পেরেছি, এতেই আমি অনেক খুশি। বিসিএসের ভাইভা দিতে যাচ্ছি এটা ভেবেই আমার ভেতরে খুশি খুশি লাগছিল। বিসিএসের ভাইভা দেওয়াকেও আমি জীবনের অর্জন মনে করি। ভাইভা কেমন হবে, তা নিয়ে আমি বিচলিত হইনি। অনেক অপেক্ষার পর যখন আমার সিরিয়াল এল, তখন ভেতর থেকে বেলের ক্রিং ক্রিং শব্দে আমার ডাক পড়ল বিসিএস ভাইভা বোর্ড নামের সেই অভূতপূর্ব অভিজ্ঞতা অর্জনে।দরজা খুলে ‘ভেতরে আসতে পারি, স্যার?’ সম্বোধনে অনুমতি নিলাম, একটু এগিয়ে গিয়ে সালাম বিনিময় করলাম এবং চেয়ারম্যান স্যারের নির্দেশে চেয়ারে বসলাম। 



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার