পুঠিয়ায় স্বামীর দেওয়া আগুনে স্ত্রীর মৃত্যু


, আপডেট করা হয়েছে : 17-09-2023

পুঠিয়ায় স্বামীর দেওয়া আগুনে স্ত্রীর মৃত্যু

রাজশাহীর পুঠিয়ার কহিনুর বেগম (২৬) নামের এক গৃহবধূর স্বামীর দেওয়া আগুনে পুড়ে মৃত্যু হয়েছে। তিনি শিলমাড়িয়া ইউনিয়নের মালিপাড়া গ্রামের আমজাদ আলীর স্ত্রী।


১৫ জুলাই শুক্রবার সকাল ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কহিনুর বেগম। তার দু’টি সন্তান রয়েছে। এদিকে স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে স্বামী আমজাদ আলী।


প্রতিবেশি রফিকুল ইসলাম জানান, আমজাদ হোসেন একজন নেশাখোর। নেশার টাকা না পেয়ে প্রায়ই সে তার স্ত্রীকে নির্যাতন করে। অনেক কষ্ট করে তার স্ত্রী সংসারের খরচ জোগাড় করত।


উপজেলার শিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল জানান, বৃহস্পতিবার রাতে আমজাদ তার স্ত্রীর কাছে নেশা করার জন্য টাকা চায়। তার স্ত্রী দিতে অস্বীকার করায় তার শরীরে গ্যাসলাইট জ্বালিয়ে আগুন ধরিয়ে দেয়। পরে প্রতিবেশিরা তাকে মুমূর্ষু অবস্থায় রামেক হাসপাতালে ভর্তি করে।


পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক হোসেন বলেন, ঘটনাটি শুনেছি। বিষয়টি মর্মান্তিক। এভাবে মৃত্যু কারও কাম্য হতে পারে না। তবে এবিষয়ে কোনো অভিযোগ পাইনি।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার