পরপর দুই সিনেমায় গান গাইলেন মমতাজ


, আপডেট করা হয়েছে : 12-06-2022

পরপর দুই সিনেমায় গান গাইলেন মমতাজ

সিনেমার গানে ইদানীং একটু বেশি সময় দিচ্ছেন ফোকসম্রাজ্ঞীখ্যাত সংগীতশিল্পী মমতাজ। সম্প্রতি তিনি পরপর দুই সিনেমায় গান গেয়েছেন। সিনেমাদ্বয়ের নাম ‘দামপাড়া’ ও ‘১৯৭১ সেইসব দিন’। দামপাড়ার গানটির শিরোনাম ‘নাই কোথাও তুমি নাই’। এটি লিখেছেন আনন জামান। সুর ও সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী।

‘১৯৭১ সেইসব দিন’ সিনেমায় গাওয়া গানটির শিরোনাম ‘যাওরে পঙ্খি উইড়া যাওরে’। এটি লিখেছেন হৃদি হক। সুর ও সংগীতায়োজন করেছেন দেবজ্যোতি মিশ্র। সিনেমার গানের ব্যস্ততা প্রসঙ্গে মমতাজ বলেন, ‘যতকিছু নিয়ে ব্যস্ত থাকি না কেন, গান আমার প্রথম কাজ।

তাই গান নিয়েই ব্যস্ত থাকাটা স্বাভাবিক। সিনেমার গান প্রচলিত ধারার বাইরে গাইতে হয়। এ জন্য এ ধরনের গান করতে ভালো লাগে।’ সিনেমার গানের জন্যই তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন এ সংগীতশিল্পী। এ মাধ্যমে তার সর্বশেষ আলোচিত গান হচ্ছে মীর সাব্বিরের ‘রাত জাগা ফুল’ সিনেমায় ‘রাত জাগা ফুল’ শিরোনামের গানটি। এদিকে বর্তমানে স্টেজ অনুষ্ঠান নিয়েও ব্যস্ত রয়েছেন এ সংগীতশিল্পী।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার