গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী যারা:


, আপডেট করা হয়েছে : 23-09-2023

গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী যারা:

গাইবান্ধা-৫ আসনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে তৎপরতা বেড়েছে সম্ভাব্য প্রার্থীদের। দলীয় সভা-সমাবেশ, ঘরোয়া বৈঠকসহ নানা উপায়ে তারা নিজেদের পরিচিত করে তুলতে ব্যস্ত হয়ে পড়েছেন। গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের অনেকেই তাদের নিজ নিজ রাজনৈতিক দলের দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন। তাদের মধ্যে সবচেয়ে বেশি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী এবং অন্যান্য দলের প্রার্থীরাও ভোটের প্রস্তুতি নিচ্ছেন। নিজ নিজ এলাকায় নিয়মিত প্রচার-প্রচারণা চালিয়ে যাওয়া বিভিন্ন দলের মনোনয়নপ্রত্যাশী নেতাদের নামের তালিকা তুলে ধরা হলো-

গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা হচ্ছেন বর্তমান এমপি মাহমুদ হাসান রিপন, সাবেক ডেপুটি স্পিকার প্রয়াত ফজলে রাব্বীর মেয়ে ও ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারজানা রাব্বী বুবলী, গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সদস্য ও মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আল মামুন, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ; জাতীয় পার্টির জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান আতা ও সাঘাটা উপজেলার সাবেক চেয়ারম্যান এএইচএম গোলাম শহীদ রঞ্জু; বিএনপির মাহমুদুল নবী টিটুল, ফারুক আলম সরকার, সোহাগ খান, মোহাম্মদ আলী ও অ্যাডভোকেট জিল্লুর রহমান এবং সিপিবির যোগেশ্বর বর্মণ।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার