রাজশাহীতে মঞ্চায়িত হলো দর্শক নন্দিত নাটক ‘অভিশপ্ত আগস্ট’


, আপডেট করা হয়েছে : 23-09-2023

রাজশাহীতে মঞ্চায়িত হলো দর্শক নন্দিত নাটক ‘অভিশপ্ত আগস্ট’

রাজশাহী মহানগর ও জেলা পুলিশের উদ্যোগে মঞ্চায়িত হলো সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৫ আগস্টে সপরিবারে হত্যার নির্মম ঘটনার উপর নির্মিত বাংলাদেশ পুলিশ থিয়েটারের সাড়া জাগানো নাটক ‘অভিশপ্ত আগস্ট’।


গতকাল শুক্রবার সন্ধ্যা ৭ টায় জেলা শিল্পকলা একাডেমি, রাজশাহীতে এ নাটকের ১৩০তম মঞ্চায়ন হয়। দর্শক নন্দিত এ নাটকটি প্রদর্শনের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার, রাজশাহী ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপি’র পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, রাজশাহী জেলার পুলিশ সুপার মো: সাইফুর রহমান, পিপিএম।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার