নগরীর অটোরিক্সা, চার্জার রিক্সা, চার্জার ভ্যান গ্যারেজ মালিকদের জন্য বিজ্ঞপ্তি


, আপডেট করা হয়েছে : 25-09-2023

নগরীর অটোরিক্সা, চার্জার রিক্সা, চার্জার ভ্যান গ্যারেজ মালিকদের জন্য বিজ্ঞপ্তি

রাজশাহী মহানগরীতে চলাচলকারী সকল ব্যাটারীচালিত অটোরিক্সা/চার্জার রিক্সা/চার্জার ভ্যান গ্যারেজ মালিক ও চালকগণের অবগতির জন্য জানানো যাচ্ছে, যে সকল অটোরিক্সা/চার্জার রিক্সা/চার্জার ভ্যান মালিক ও চালকগণ ২০২৩-২০২৪ ইং অর্থবছরের লাইসেন্স নবায়ন করেন নাই তাদেরকে অতিসত্বর ২০২৩-২০২৪ ইং অর্থবছরে নবায়ন করতে জানানো হয়েছে। নিবন্ধনবিহীন অটো/চার্জার রিক্সা/চার্জার ভ্যান রাস্তায় চলাচল করতে পারবে না। নিবন্ধনবিহী অটো/চার্জার রিক্সা/চার্জার ভ্যান চালক ও মালিকের বিরূদ্ধে প্রচলিত আইনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগ প্রেরিত বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


রাজস্ব বিভাগের উপ-যানবাহন শাখা হতে প্রেরিত বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, অবৈধ নিবন্ধন বিহীন অটো/চার্জার রিক্সা/চার্জার ভ্যান কোন গ্যারেজ মালিক চার্জ দিতে পারবে না। রাস্তায় চলাচলকারী অটো/চার্জার রিক্সা/চার্জার ভ্যান মালিক ও চালকের নিকট অবৈধ ও ফটোকপি কার্ড পাওয়া গেলে গাড়িটি স্থায়ীভাবে জব্দ করা হবে এবং চালক ও মালিকের বিরুদ্ধে প্রচলিত আইনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।


নিবন্ধিত প্রতিটি অটো/চার্জার রিক্সা/চার্জার ভ্যান নিবন্ধন কার্ড ও চালক নিবন্ধন কার্ড অবশ্যই অটো/রিক্সা চালকের নিকট থাকতে হবে। অটো/চার্জার রিক্সা/চার্জার ভ্যান নিবন্ধন কার্ড ও চালকের নিবন্ধন কার্ড সঙ্গে রেখে দৃশ্যমান হয় এমন ভাবে প্রদর্শন করতে হবে। অটোরিক্সা চালকগণকে নির্ধারিত সময়ে নির্দিষ্ট রঙের গাড়ী ও নির্ধারিত পোশাক পরিধান করতে হবে। ট্রাফিক আইন মেনে নির্ধারিত গতিতে গাড়ী চলতে হবে। গাড়ী চালকগণকে প্রয়োজনীয় ফিটনেস স্বাস্থ্যবিধি ও ট্রাফিক আইন অনুসরন করতে হবে অন্যথায় রাসিক কর্তৃপক্ষ এবং আর.এম.পি কর্তৃক লাইসেন্স বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গৃহীত হতে পারে। সব ধরণের হাইড্রোলিক হর্ণ বাজানো হতে বিরত থাকতে হবে।


হাসপাতাল/শিক্ষা প্রতিষ্ঠান সরকারী দপ্তরের সামনে প্রতীয়মান শব্দ দূষণ সৃষ্টি হতে বিরত থাকতে হবে। উপরোক্ত বিষয়গুলো যথাযথভাবে পালন না করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ গৃহীত হবে। অতি সত্বর সকল অটোরিক্সা/চার্জার রিক্সা/চার্জার ভ্যান মালিক ও চালকগণ ২০২৩-২০২৪ইং অর্থবছরের লাইসেন্স নবায়ন করতে জানানো হয়েছে।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার