বিশ্বকাপ দলে তামিমের জায়গায় কে আসতে পারেন?


, আপডেট করা হয়েছে : 26-09-2023

বিশ্বকাপ দলে তামিমের জায়গায় কে আসতে পারেন?

তামিম ইকবালকে ছাড়াই বাংলাদেশের বিশ্বকাপ দল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মুহূর্তে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় খবর। 


জানা গেছে, দেশসেরা ওপেনারকে ছাড়াই টাইগার স্কোয়াড গড়া হয়েছে। কিছুক্ষণের মধ্যেই আসতে পারে সে ঘোষণা। 


তার জায়গায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী ২২ বছর বয়সী তানজিদ হাসান তামিম বিশ্বকাপ দলে থাকছেন বলে জানা গেছে। 


এশিয়া কাপের দল থেকে বাদ পড়লেও অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ থাকছেন বিশ্বকাপের ১৫ জনের দলে। এশিয়া কাপে খেলা আফিফ হোসেন-শামীম পাটোয়ারিরা পারফরম্যান্স করতে না পারায় রিয়াদের কাছে ফিরতে হয়েছে বিসিবির। 


সোমবার থেকেই গুঞ্জন তামিম ইকবালকে বিশ্বকাপ স্কোয়াডে চাচ্ছেন না সাকিব আল হাসান। সোমবার মধ্যরাতে এই নিয়ে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় সভা বসেছিল। সেখানে উপস্থিত ছিলেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও। কোচও অধিনায়কের সঙ্গে সুর মিলিয়েছেন। 


সাকিব নাকি ঘোষণা দিয়েছেন আনফিট কাউলে দলে রাখলে তিনি অধিনায়কত্ব করবেন না। এমতাবস্থায় বিপাকে পড়েছে বিসিবি। একদিকে সাকিবের আবদার অন্যদিকে তামিমের মতো অভিজ্ঞ ব্যাটারকে বাদ দেওয়া-কোনটি রক্ষা করবে বিসিবি।


উপায়ন্তর হয়ে আজ মাশরাফির শরণাপন্ন হয়েছে বিসিবি। সাবেক অধিনায়কের সঙ্গে পৃথক বৈঠক করেছেন নির্বাচক এবং বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। 


শেষ খবর পাওয়া পর্যন্ত তামিমকে ছাড়াই ঘোষণা হচ্ছে দল।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার