৪ মামলায় বিএনপি নেতা চাঁদের জামিন নামঞ্জুর


, আপডেট করা হয়েছে : 27-09-2023

৪ মামলায় বিএনপি নেতা চাঁদের জামিন নামঞ্জুর

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির ঘটনায় নেত্রকোনায় করা চার মামলায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।


বুধবার (২৭ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টার দিকে চাঁদকে হাজির করলে আদালতের অতিরিক্ত প্রধান বিচারিক হাকিম কামাল হোসাইন তার জামিন না মঞ্জুর করেন।


বাদী পক্ষের আইনজীবী মহিদুল ইসলাম লিটন বলেন, দায়ের করা চার মামলায় আজ আদালতে আসামি আবু সাঈদকে হাজির করলে বিচারক তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছেন। এর আগে ২২ ও ২৩ মে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামছুর রহমান লিটনসহ চারজন নেত্রকোনার আদালতে পৃথক চারটি মামলা করেন। পরে আদালত অভিযোগগুলো আমলে নিয়ে নেত্রকোনা মডেল থানার ওসিকে মামলা আকারে গ্রহণের নির্দেশ দেন।


মামলা সূত্রে জানা যায়, ১৯ মে প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি মানহানিকর, কুরুচিপূর্ণ। একই সঙ্গে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। এ ধরণের হুমকি দেওয়ায় বাদীরা সংক্ষুব্ধ, মর্মাহত ও মানসিকভাবে আহত হয়েছেন। এসব অভিযোগের ভিত্তিতে আবু সাইদ চাঁদের বিরুদ্ধে হত্যার হুমকি ও রাষ্ট্রদ্রোহিতার অপরাধ আইনে মামলা করা হয়।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার