রাজশাহীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা


, আপডেট করা হয়েছে : 01-10-2023

রাজশাহীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা

রাজশাহীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান রাজশাহী শাখার আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


‘সর্বজনীন মানবাধিকার ঘোষণায় ব্যক্ত অঙ্গীকার অনুযায়ী প্রবীণ ব্যক্তির অধিকার সুরক্ষা: প্রজন্ম থেকে দায়বদ্ধতা’ শীর্ষক এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ।


বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান রাজশাহী শাখার সভাপতি ডা. ডি এম জহুরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক হাসিনা মমতাজ।


স্বাগত বক্তব্য ও অনুষ্ঠানে উপস্থাপনা করেন বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান রাজশাহী শাখার সাধারণ সম্পাদক রফিকুজ্জামান বেল্টু। আরও উপস্থিত ছিলেন, রোজিটি নাজনীন, প্রফেসর ড. ফরিদা সুলতানা, ডা. শেরশাহ, কামরুজ্জামান প্রমুখ।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার