হজে গিয়ে বাংলাদেশির মৃত্যু


, আপডেট করা হয়েছে : 13-06-2022

হজে গিয়ে বাংলাদেশির মৃত্যু

হজ করতে সৌদি আরবে গিয়ে চাঁপাইনবাবগঞ্জের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক জানিয়েছে, শনিবার সৌদি আরবে মৃত্যু হয় জাহাঙ্গীর কবির নামের ৫৯ বছর বয়সি ওই বাংলাদেশির। তবে তার মৃত্যুর কারণ মন্ত্রণালয়ের বুলেটিনে জানানো হয়নি।

মারা যাওয়া বাংলাদেশি হজযাত্রীর নাম জাহাঙ্গীর কবির। তার বয়স ৫৯ বছর। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর ‘A 01012228’। ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত পোর্টাল সূত্রে এসব তথ্য জানা গেছে।

জাহাঙ্গীর কবির ১১ জুন সৌদি আরবে মারা যান। তার মৃত্যুর কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। 

চলতি হজ মৌসুমে এই প্রথম কোনো বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর খবর এল সৌদি আরব থেকে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই সৌদি আরবে হজ হবে। এ বছর মোট ৫৭ হাজার ৫৮৫ জন বাংলাদেশি হজে যাওয়ার সুযোগ পাচ্ছেন। তাদের মধ্যে ৭ হাজার ৫৭৩ জন ইতোমধ্যে সৌদি আরবে পৌঁছেছেন।

গত ৫ জুন হজ ফ্লাইট শুরুর পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১১টি ফ্লাইট, সৌদি এয়ারলাইন্সের পাঁচটি ফ্লাইট এবং ফ্লাই নাসেরের তিনটি ফ্লাইট বাংলাদেশ থেকে হজযাত্রী নিয়ে সৌদি আরবে গেছে। ঢাকা থেকে শেষ হজ ফ্লাইট ছেড়ে যাবে ৪ জুলাই।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার