বিবাহিত ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ অযৌক্তিক : তথ্যমন্ত্রী


, আপডেট করা হয়েছে : 03-10-2023

বিবাহিত ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ অযৌক্তিক : তথ্যমন্ত্রী

সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিবাহিত ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ ও ছাত্র-ছাত্রীদের বাসে পৃথকভাবে বসার নির্দেশ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী হাছান বলেছেন, আমি কাগজে খবরটা দেখেছি।


এ ধরনের একটি সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় নিয়েছে জেনে খুব আশ্চর্য হয়েছি। তিনি বলেন, ‘ছাত্রীরা বিয়ে করলে হলে থাকতে পারবে না, এমন সিদ্ধান্ত আমার দৃষ্টিতে একেবারেই অযৌক্তিক।’


মঙ্গলবার (৩ অক্টোবর) সচিবালয়ে ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।


তথ্যমন্ত্রী বলেন, ‘পাশাপাশি এ যুগে বিশ্ববিদ্যালয়ের বাসে ছাত্রীরা এক জায়গায় বসবে, ছাত্ররা আরেক জায়গায় বসবে, সেটিও তো অবাস্তব একটি সিদ্ধান্ত।


এ ধরনের সিদ্ধান্ত কর্তৃপক্ষ কীভাবে নেয় এটা আমার বোধগম্য নয়। আমি এটা শিক্ষামন্ত্রীর নজরে আনবো। কারণ, এর উপযুক্ত কর্তৃপক্ষ শিক্ষামন্ত্রী।’


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার