৫ বছরের মধ্যেই যুক্তিতে মানুষকে ছাড়িয়ে যাবে এআই: জিওফ্রে হিন্টন


, আপডেট করা হয়েছে : 10-10-2023

৫ বছরের মধ্যেই যুক্তিতে মানুষকে ছাড়িয়ে যাবে এআই: জিওফ্রে হিন্টন

কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) জগতের গডফাদার বলে খ্যাত জিওফ্রে হিন্টন বলেছেন, আগামী কয়েক বছরের মধ্যেই যুক্তিতে মানুষকে ছাড়িয়ে যাবে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা। এই প্রেক্ষাপটে বিশ্বের দেশগুলোর সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠানকে সতর্কতার সঙ্গে এই প্রযুক্তির উন্নয়নের আহ্বান জানিয়েছেন তিনি। 


যুক্তরাষ্ট্রের সম্প্রচারমাধ্যম সিবিএস নিউজের টক শো ‘৬০ মিনিটসে’ এক আলোচনায় কৃত্রিম বুদ্ধিমত্তার গডফাদার বলে খ্যাত ও কগনিটিভ সাইকোলজিস্ট বলেন, ‘আমি মনে করি, আগামী পাঁচ বছর সময়ের মধ্যেই এটি (কৃত্রিম বুদ্ধিমত্তা) আমাদের চেয়ে ভালোভাবে যুক্তি দিতে সক্ষম হয়ে উঠবে।’


ব্রিটিশ এই বিজ্ঞানী বলেন, প্রযুক্তি এখন এত দ্রুত বদলে যাচ্ছে যে—মানুষ সেটাকে ঠিকমতো বুঝে উঠতে পারছে না। তিনি আরও বলেন, ‘আমি মনে করি, আমরা ইতিহাসে প্রথমবারের মতো এমন একটি সময়ের দিকে এগিয়ে যাচ্ছি যেখানে কিছু কিছু জিনিস আমাদের চেয়ে বেশি বুদ্ধিমান হতে পারে।’ 


জিওফ্রে হিন্টন সতর্ক করে বলেন, এমন একটি সময় আসবে যখন প্রযুক্তি কী চিন্তা করছে তা মানুষের মনে কী চলছে তা বুঝে ওঠার মতোই কঠিন হয়ে যাবে। তিনি বলেন, ‘এখন হয়তো আমরা ধারণা করতে পারি এটি (কৃত্রিম বুদ্ধিমত্তা) কী করছে বা ভাবছে। কিন্তু বিষয়গুলো যত জটিল হতে থাকবে তখন মানুষের মস্তিষ্কে কী চিন্তা চলছে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা কী ভাবছে উভয়ই বুঝতে পারা অসম্ভব হয়ে উঠবে।’ 


কৃত্রিম বুদ্ধিমত্তার নিয়ন্ত্রণ যদি মানুষের হাতছাড়া হয় তাহলে সেটি খুবই আশঙ্কার কারণ হয়ে দাঁড়াবে উল্লেখ করে জিওফ্রে হিন্টন বলেন, ‘আমরা একটি চরম অনিশ্চয়তার যুগে প্রবেশ করছি, যেখানে আমাদের এমন কিছু বিষয়ের মোকাবিলা করতে হবে যা আমরা আগে কখনোই মোকাবিলা করিনি।’


এআই গডফাদার আরও বলেন, ‘সাধারণত আপনি যখন কোনো নতুন কোনো কিছুর মোকাবিলা করেন প্রথমবারের মতো তখন সেখানে ভুল করার সম্ভাবনা থাকে খুব বেশি। কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে ভুল করার কোনো সুযোগ নেই, এমনটা হলে তার ফলাফল হবে খুবই শোচনীয়।’ এ সময় তিনি বলেন, মানুষকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যে রয়েছে।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার