রাজশাহীর বাঘায় পৃথক তিনটি সভা অনুষ্ঠিত হয়েছে। পূজা উদযাপন কমিটির সভা, উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা ও যৌন হয়রানি ও তার প্রতিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার (১১ অক্টোবর) উপজেলা পরিষদ হলরুমে দুটি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার।
উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. লায়েব উদ্দিন লাভলু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মিলন কুমার দাস, উপজেলা পুজা উদ্যাপন পরিষদের সভাপতি সুজিত কুমার পান্ডে বাকু, সাধারণ সম্পাদক অপূর্ব কুমার সাহা, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি রাম গোপাল সাহা, সাধারণ সম্পাদক নিহার রঞ্জন পান্ডে, বাঘা থানার ওসি খায়রুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মীর মামুনুর রহমান, বাঘা আব্দুল হামিদ দানেশ মন্দ ফাজিল মাদরাসার অধ্যক্ষ আব্দুর বর, বাঘা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞা, চেয়ারম্যান সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক বাবুল ইসলাম, প্রভাষক সুখী পান্ডে প্রমুখ।
অপর দিকে দিঘা উচ্চ বিদ্যালয় ও কলেজের হলরুমে যৌন হয়রানি ও তার প্রতিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ব্র্যাকের (অগ্নি প্রকল্পে) আয়োজনে সভায় অধ্যক্ষ জহুরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ব্র্যাক অগ্নি প্রকল্পের চারঘাট এরিয়া অফিসের প্রকল্প কর্মকর্তা সাবির হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।