সোনার দাম আবারও বাড়ল ভরিতে যত


, আপডেট করা হয়েছে : 11-10-2023

সোনার দাম আবারও বাড়ল ভরিতে যত

তিন দফা কমার পর দেশের বাজারে আবার সোনার দাম বেড়েছে। সব থেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ২ হাজার ৩৩৩ টাকা বাড়ানো হয়েছে। এতে এই মানের এক ভরি সোনার দাম পড়বে ৯৯ হাজার ৩৭৭ টাকা।


বুধবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।


বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এমএ হান্নান আজাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ায় পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে।  বৃহস্পতিবার থেকে এই দাম কার্যকর হবে।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার