ভারত–পাকিস্তান ম্যাচে বিশেষ ট্রেন


, আপডেট করা হয়েছে : 12-10-2023

ভারত–পাকিস্তান ম্যাচে বিশেষ ট্রেন

ভারত–পাকিস্তান ম্যাচ মানেই রুদ্ধশ্বাস লড়াই। অবশ্য মাঠের লড়াইটা এখন তেমন দেখা যায় না। যে দলই জিতুক না কেন একপেশে হয়ে যায় ম্যাচ। মাঠে শ্বাসরুদ্ধকর প্রতিদ্বন্দ্বিতা দেখা না গেলেও ম্যাচ নিয়ে সমর্থকদের চাহিদা কিন্তু কমেনি। তেমনি কমেনি দর্শক–সমর্থকদের উত্তেজনাও।


তা না হলে কেন ভারতের পশ্চিম রেলওয়ে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করবে। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচের মধ্যে উত্তেজনা আছে বলেই রেলওয়ে কর্তৃপক্ষ সামাজিক মাধ্যমে স্পেশাল ট্রেনের ঘোষণা দিয়েছেন। তারা লিখেছে, ‘সমর্থকদের ধরা পড়া উচিত নয়। বিশ্বকাপে ভারত–পাকিস্তানের ম্যাচ উপলক্ষে সমর্থকদের ভিড় কমানোর জন্যই মুম্বাই এবং আহমেদাবাদে ২টি বিশেষ ট্রেন চলবে। বুকিং শুরু হবে ১২ অক্টোবর ২০২৩ থেকে।’


১৪ অক্টোবর ভারত–পাকিস্তানের ম্যাচটি হবে আহমেদাবাদে। ১ লাখ ৩২ হাজার আসনসংখ্যার এই স্টেডিয়ামে হেভিওয়েট ম্যাচের সাক্ষী হতে অনেক সমর্থকই চাইবেন, এটাই স্বাভাবিক। মুম্বাই থেকেও হাজার হাজার সমর্থক আহমেদাবাদে যেতে আগ্রহী এই ব্যবস্থা করা হয়েছে। নির্বিঘ্নে যেন আহমেদাবাদে পৌঁছে সমর্থকেরা ম্যাচটি দেখতে পারে।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার