কাঁদছে গাজা, ওদের কান্নার জবাব দিন


, আপডেট করা হয়েছে : 16-10-2023

কাঁদছে গাজা, ওদের কান্নার জবাব দিন

গাজায় জরুরিভিত্তিতে ওষুধ সহায়তার জন্য বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসেফ এসওয়াই রামাদান। তিনি বলেছেন, হাসপাতালে কোনো ওষুধ নেই। অনেক হাসপাতাল ধ্বংস করা হয়েছে। আহত নয় হাজার মানুষের চিকিৎসা এখন জরুরি ভিত্তিতে প্রয়োজন। পুরো গাজা এখন কাঁদছে, ওদের কান্নার জবাব দিন। 


ফিলিস্তিনি রাষ্ট্রদূত রোববার যুগান্তরের সঙ্গে একান্ত আলাপকালে এসব কথা বলেন। গাজার সর্বশেষ পরিস্থিতি উল্লে­খ করে তিনি বলেন, ফিলিস্তিনে বিশেষ করে গাজা উপত্যকায় মৌলিক মানবিক সহায়তা প্রয়োজন। এই মুহূর্তে প্রধানত ওষুধের প্রয়োজন সবচেয়ে বেশি। কারণ হাসপাতালে কোনো ওষুধ নেই। নয় হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। সাতটি হাসপাতাল ধ্বংস করা হয়েছে। আমাদের খুব কম হাসপাতাল অবশিষ্ট আছে। আহত মানুষের জন্য আমাদের কোনো ওষুধ নেই। এই নয় হাজার মানুষের চিকিৎসার জন্য চিকিৎসকও নেই। ভয়াবহ ঘটনা ঘটছে। 



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার