বায়ুদূষণে আজও শীর্ষে ঢাকা


, আপডেট করা হয়েছে : 17-10-2023

বায়ুদূষণে আজও শীর্ষে ঢাকা

বায়ুদূষণের শীর্ষে আজও রাজধানী ঢাকা। মঙ্গলবার সকাল ৯টা ১১ মিনিটের দিকে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে। 


সূচক অনুযায়ী, রাজধানী ঢাকার বায়ুর মানের স্কোর ১৮৬ অর্থাৎ ঢাকার বায়ু অস্বাস্থ্যকর। ১৬৯ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের মুম্বাই। শহরটির স্কোর ১৬৬। সোমবারও শীর্ষে ছিল ঢাকা। এদিন ঢাকার বায়ুর স্কোর ছিল ১৮৩।


একিউআই স্কোর ১০১ থেকে ২০০ হলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। ২০১ থেকে ৩০০ একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয় এবং ৩০১ থেকে ৪০০ একিউআই স্কোরকে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার