বাঘায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান


, আপডেট করা হয়েছে : 18-10-2023

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

রাজশাহরি বাঘায় ডেঙ্গু প্রতিরোধে  পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। মঙ্গলবার (১৭ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতারের নেতৃত্বে উপজেলার বিভিন্নস্থানে দিন ব্যাপি অভিযান পরিচালনা করা হয়।


উপজেলায় ডেঙ্গুরোগের প্রাদুর্ভাব বৃদ্ধি ও এ জ¦রে আক্রান্ত হয়ে প্রাণ হানির কারণে জনমনে আতংক বিরাজ করছে। মানুষকে সচেতন করতে ব্যানার টানিয়ে এই অভিযান পরিচালনা করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা পরিষদের সামনে, পৌরসভার সামনে, বঙ্গবন্ধু মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় পরিস্কারও করা হয়েছে।


এ বিষয়ে বাজার এলাকায় নিজ নিজ দায়িত্বে পরিস্কার রাখার নির্দেশ দেন উপজেলা নিভবাহী কর্মকর্তা। যদি কেউ বাজার এলাকায় দোকানের সামনে অপরিস্কার বা ময়লা স্তুপ করে রাখা হলে পরবর্তীতে আইনী ব্যাবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি সর্তক করেন।  এছাড়া ডেঙ্গুর প্রকোপ থেকে রক্ষা পেতে বাড়ির আশেপাশে পরিস্কার রাখার নির্দেশনা দেন তিনি।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার