রাশিয়ার বাহিনীকে মোকাবিলা করতে আরও দূর পাল্লার অস্ত্র পাওয়ার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমিরি জেলেনস্কি। মঙ্গলবার (১৪ জুন) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
অনলাইন সংবাদ সম্মেলনে ডেনিশ সাংবাদিকদের জেলেনস্কি বলেন, আমাদের যথেষ্ট অস্ত্র আছে। যা আমাদের যথেষ্ট নেই তা দূর পাল্লার অস্ত্র।
এর আগে চলতি মাসের শুরুর দিকে যুক্তরাজ্য নিশ্চিত করেছে, তারা ইউক্রেনে প্রথমবারের মতো দূর পাল্লার অস্ত্র দিচ্ছে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ১১১ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।