রামেক হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু


, আপডেট করা হয়েছে : 25-10-2023

রামেক হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত দুই রোগীর মৃত্যু হয়েছে। তারা দুজনায় আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। রামেক হাসপাতালে এ বছরে ২২ জনের মৃত্যু হলো।


ডেঙ্গু আক্রান্ত মারা যাওয়ারা হলেন, রাজশাহী চারঘাট উপজেলার রয়েস উদ্দিনের স্ত্রী জেসমিন (৫০)। এবং চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার রাকিবুল ইসলামের ছেলে পলাশ (২৯)।


সোমবার (২৩ অক্টোবর) দিবাগত রাত একটা ও দেড়টার দিকে মৃত্যু হয় তাদের। তারা দুজনেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।


বুধবার (২৫ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ। তিনি জানান, ডেঙ্গু আক্রান্ত দুজনেই জ¦র নিয়ে সোমবার দুপুরে হাসপাতালে ভর্তি হন। সেখানে তাদের অবস্থার অবনতি হলে আইসিইউতে পাঠানো হয়। সেখানেই তাদের মৃত্যু হয়।


এদিকে রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত নতুন করে ভর্তি হয়েছেন ৪১ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন ২০৮ জন। এর মধ্যে ২০৬ জন স্থানীয় রোগী ভর্তি আছেন।


এ বছরে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ৩ হাজার ৪২৯ জন। সুস্থ হয়েছেন ৩ হাজার ১৯৯ জন। এর মধ্যে স্থানীয় রোগী ছিলেন ২ হাজার ২৫৪ জন। মারা গেছেন ২২ জন।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার