আরামবাগেও বিএনপি-পুলিশ ব্যাপক সংঘর্ষ, অগ্নিসংযোগ


, আপডেট করা হয়েছে : 28-10-2023

আরামবাগেও বিএনপি-পুলিশ ব্যাপক সংঘর্ষ, অগ্নিসংযোগ

রাজধানীর আরামবাগে জামায়াতে ইসলামীর সমাবেশ শেষ হওয়ার পর ওই এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিএনপির নেতা-কর্মীরা। এ সময় আশপাশে ব্যাপক অগ্নিসংযোগ করা হয়। ঢাকা সিটি করপোরেশনের অন্তত সাতটি ময়লার গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। 


বিকেল ৪টায় আরামবাগ ও ফকিরাপুল এলাকায় দেখা যায়, পল্টন থেকে আরামবাগের দিকে চলে আসা বিএনপির নেতা–কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ও ককটেল ছুড়ছে। আর পুলিশ তাঁদের প্রতিহত করতে টিআর শেল ও রাবার বুলেট ছুড়ছে। বিএনপির নেতা–কর্মীদের কমলাপুরের দিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। 


আরামবাগ, ফকিরাপুল এলাকায় বিএনপি নেতা–কর্মীদের দেওয়া আগুন নেভাতে জলকামান ব্যবহার করতে দেখা গেছে।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার