ঢাকায় বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশে পেশাগত দায়িত্ব পালনের সময়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)।
রোববার সকালে আরইউজের সভাপতি রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক তানজিমুল হক এক বিবৃতিতে বলেন, সমাবেশে ১৫ জন সাংবাদিক আহত হয়েছেন এবং তাদের বাহন পুড়িয়ে দেওয়া হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
আরইউজে নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনা গণমাধ্যমের স্বাধীনতাকে খর্ব করবে। সাংবাদিকদের নিরাপত্তার বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে নিশ্চিত করতে হবে। এ হামলার সাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে।