পাকিস্তানি তারকার চোট নিয়ে সন্দেহ!


, আপডেট করা হয়েছে : 30-10-2023

পাকিস্তানি তারকার চোট নিয়ে সন্দেহ!

বিশ্বকাপের চলতি আসরে নেদারল্যান্ডস ও শ্রীলংকাকে হারিয়ে মিশন শুরু করে পাকিস্তান। এরপর টানা চার ম্যাচে ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে সেমিফাইনালের আগেই বিদায়ের শঙ্কায় পড়ে যায় পাকিস্তান। 


১৯৯২ সালের বিশ্ব চ্যাম্পিয়নদের এমন বাজে পারফরম্যান্সের কারণে সমালোচনার মুখে পড়েছে বাবর আজমের নেতৃত্বাধীন দলটি।


সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলার সময় চোট পেয়ে মাঠ ছাড়েন পাকিস্তানের অলরাউন্ডার শাদাব খান। পরে কনকাশন সাব হিসেবে নামানো হয় উসামা মীরকে। তবে শাদাবের চোট নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের সাবেক তারকা পেসার উমর গুল।


পাকিস্তানের একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে উমর গুল বলেছেন, ‘শাদাব তুমি পড়ে যাওয়ার পর কনকাশনের অজুহাত দিলে, ফিজিও চেক করার পর তোমাকে সাইডলাইনে অন্যের সঙ্গে স্বাভাবিকভাবেই কথা বলতে দেখা যায়। এসব কারণে তোমার চোট নিয়ে প্রশ্ন ওঠে।’


গুল আরও বলেন, ‘পাকিস্তান যখন ম্যাচে ফিরেছে, তখন শাদাব ডাগআউটে বসেছে, উদযাপন করেছে। এ কারণেই মনে হচ্ছে, ইচ্ছাকৃতভাবেই অজুহাত দাঁড় করিয়েছে সে। আমার মনে হয় না এটা গুরুতর চোট ছিল।’



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার