মির্জাপুরে ভোটকেন্দ্রে ভোটারের মৃত্যু


, আপডেট করা হয়েছে : 15-06-2022

মির্জাপুরে ভোটকেন্দ্রে ভোটারের মৃত্যু

টাঙ্গাইলের মির্জাপুরে ভোটকেন্দ্রে এক ভোটারের মৃত্যুর ঘটনা ঘটেছে। সুকুমার সরকার (৬৮) নামে এক ব্যক্তি অসুস্থজনিত কারণে মারা যান বলে ইত্তেফাককে নিশ্চিত করেছেন মির্জাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা শরীফা বেগম। 



সুকুমার সরকারের কাকা দীনেশ সরকার জানান, বুধবার (১৫ জুন) সকাল ১০টায় ফতেপুর পরিবার কল্যাণ কেন্দ্রে ভোট দিতে এসে অসুস্থ হয়ে মারা যান সুকুমার। সে উপজেলার ফতেপুর ইউনিয়নের থলপাড়া গ্রামের মৃত শিরমনির ছেলে।


ভোট পড়েছে ১৮.৪৩ শতাংশভোট পড়েছে ১৮.৪৩ শতাংশ

নির্বাচন কর্মকর্তা শরীফা বেগম জানান, সকালে সুকুমার সরকার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট দিতে আসেন। এরপর তিনি অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক তাকে পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হয়। সেখানেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


তিনি আরও জানান, সুকুমার সরকারের মৃত্যুর বিষয়ে পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ তাদের কাছে দিয়ে দেওয়া হয়। 


প্রসঙ্গত, টাঙ্গাইলের ছয় উপজেলার ১৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোটগ্রহণ চলছে। বুধবার (১৫ জুন) সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার