রাজধানীতে সহিংসতার ৮৯ মামলায় বিএনপির ২১৭২ নেতা-কর্মী গ্রেপ্তার: ডিএমপি


, আপডেট করা হয়েছে : 05-11-2023

রাজধানীতে সহিংসতার ৮৯ মামলায় বিএনপির ২১৭২ নেতা-কর্মী গ্রেপ্তার: ডিএমপি

বিএনপির মহাসমাবেশকে ঘিরে রাজধানীতে নাশকতার ঘটনায় ৩২ থানায় ৮৯টি মামলা হয়েছে। এসব মামলায় ২১ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত বিএনপি ও এর অঙ্গসংগঠনের ২ হাজার ১৭২ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। 


আজ রোববার দুপুরে ডিএমপি এই তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তার নেতা-কর্মীদের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ স্থানীয় এক ডজন নেতা রয়েছেন। 


ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার ফারুক হোসেন বলেন, ২৮ অক্টোবরের নাশকতার ঘটনায় এসব মামলা হয়েছে। 


ডিএমপির পরিসংখ্যানে দেখা গেছে, ডিএমপির আটটি ক্রাইম বিভাগের মধ্যে সবচেয়ে বেশি মামলা হয়েছে মতিঝিল বিভাগে ৩০টি। এরপর মিরপুর বিভাগে ১৬টি, ওয়ারী বিভাগে ১২, গুলশান বিভাগে ১০, রমনা বিভাগের থানাগুলোতে ৮, তেজগাঁও ও লালবাগ বিভাগে ৫টি করে এবং সবচেয়ে কম মামলা হয়েছে উত্তরা বিভাগে, এই বিভাগের উত্তরা পূর্ব থানায় ৩টি মামলা হয়েছে। ৮টি বিভাগের ৩২টি থানায় এই মামলা হয়েছে। সবচেয়ে বেশি মামলা হয়েছে পল্টন থানায়। এই থানায় এ ঘটনায় ১৪টি মামলা হয়েছে। এসব মামলায় বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের ২ হাজার ১৭২ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার